হিউস্টন: চাঁদের মাটিতে চন্দ্রযান ২-এর ‘বিক্রম’ ল্যান্ডারের কোনও হদিশ পেল না নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল- যেখানে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল বিক্রম, তার ওপর দিয়ে সম্প্রতি প্রদক্ষিণ করেছে তাদের লুনার রেকনেসঁস অর্বিটার (এলআরও)। সেখানে চন্দ্রপৃষ্ঠের ছবিও তোলা হয়। কিন্তু, কোনও ছবিতে বিক্রমের অস্তিত্বের প্রমাণ মেলেনি।
চাঁদের বুকে বিক্রম ল্যান্ডারের খোঁজ মেলেনি, জানাল নাসা
Web Desk, ABP Ananda | 23 Oct 2019 02:31 PM (IST)