জোহানেসবার্গ: বর্ণবৈষম্যের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রাম তার জননীকে হারাল। প্রয়াত হলেন উইনি ম্যান্ডেলা। প্রয়াত নেলসন ম্যান্ডেলার প্রথম পক্ষের স্ত্রী ছিলেন উইনি ম্যান্ডেলা। ম্যান্ডেলার মতোই বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উইনি।
উইনির শেষযাত্রায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন, দক্ষিম আফ্রিকার পরিচিত ভারতীয়রা। নেলসন ম্যান্ডেলার ২৭ বছরের হাজতবাসের সময় নজরে এসেছিলেন উইনি। সেই সময় বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকে তিনিই এগিয়ে নিয়ে যান। আহমেদ খাতরাদার মৃত্যুর একবছরের মধ্যেই উইনির মৃত্যুর খবরে এক অদ্ভূত শূন্যতা তৈরি হল। কারণ, আসতে আসতে সেই সমস্ত ইতিহাসের সূত্র মুছে যাচ্ছে, যেটা তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকার ইতিহাস। সেদেশের তামিল সম্প্রদায়ের মধ্যেও বিশেষ জনপ্রিয়তা ছিল উইনির। সারা জীবন তিনি তামিল সম্প্রদায়ের জন্যে যে আতম্ত্যাগ করেছিলনে, সেকথা মনে রেখেই তাঁকে ২০১৬ সালে সেখানকার তামিল ফেডারেশন আলিআম্মা সম্মানে সম্মানিত করে।
আন্তর্জাতিক স্তরে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অন্তত সিংহ , যিনি ম্যান্ডেলা পরিবারের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন এবং ম্যান্ডেরা বই লং ওয়াক টু ফ্রিডম-এর অবলম্বনে তৈরি ছবিটি প্রযোজনাও করেছিলেন, জানান, উইনি সত্যিই একটি মনে রাখার মতো চরিত্র। তিনি তাঁর কাজ, দর্শন দিয়ে দক্ষিণ আফ্রিকায় সংগ্রামের আগুন জ্বালিয়ে রেখেছিলেন।
প্রয়াত দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের জননী, নেলসন ম্যান্ডেলার স্ত্রী উইনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Apr 2018 04:35 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -