ঢাকা: জঙ্গিমুক্ত রেস্তোঁরা থেকে এখনও পর্যন্ত ২০জনের দেহ উদ্ধার করেছে সেনা। জানা যাচ্ছে, এঁদের বেশিরভাগকে শুক্রবার রাতেই খুন করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে। মৃতদের মধ্যে বেশিরভাগই ইতালীয় ও জাপানি বলে খবর। এছাড়াও হামলায় ২ পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে, খতম হয়েছে ৬ জঙ্গি। যাঁরা আক্রান্ত রেস্তোঁরা থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে পারেন, তাঁরা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যথেষ্ট ভাল ব্যবহার করে জঙ্গিরা, দেয় রাতের খাবারও। পণবন্দিদের ধরে ধরে ধর্মীয় পরিচয় জানতে চায় তারা, তারপর বলা হয় কোরানের আয়াত মুখস্থ বলতে। যে পণবন্দিরা কোরানের কোনও আয়াত বলতে পারেন, তাঁদের সঙ্গে জঙ্গিরা দুর্ব্যবহার করেনি। কিন্তু বাকিদের ওপর নৃশংস অত্যাচার হয়।