লন্ডনে লরিতে মিলল ৩৯টি শব, ঘনীভূত রহস্য
Web Desk, ABP Ananda | 23 Oct 2019 03:13 PM (IST)
ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এই শবগুলির মধ্যে ৩৮টিই বৃদ্ধদের, একটি এক কিশোরের।
লন্ডন: এক গাড়ি ভরতি শব। লন্ডনের এসেক্স এলাকায় রীতিমতো হইচই পড়ে যায় ঘটনা ঘিরে। বুলগেরিয়া থেকে এসেক্স দিয়ে যাচ্ছিল একটি লরি। তা থেকে মোট ৩৯টি মৃতদেহ বাজেয়াপ্ত করে পুলিশ। দেখেশুনে রীতিমতো তাজ্জব তারা। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে আয়ারল্যান্ড থেকে। তার বয়স মাত্র ২৫। কোথা থেকে এল এত শব? মৃতদেহ গুলি কাদের? কী উদ্দেশ্যেই বা সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল? এই সব প্রশ্ন ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই শবগুলির মধ্যে ৩৮টিই বৃদ্ধদের, একটি এক কিশোরের। রহস্যের জট এখনও খোলেনি। চলছে জিজ্ঞাসাবাদ। তবে এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।