লাহোর: জ্বালানি ঘার্তির (Petrol Break Down) আতঙ্কে পেট্রোল পাম্পে ( Petrol Pump ) লাইন পাকিস্তানে। সোমবার থেকেই পাকিস্তানের একাধিক শহরে জ্বালানির সঙ্কটের আশঙ্কায় পাম্পিং স্টেশনের বিশাল বড় লাইন দেখা গিয়েছে।


পেট্রোল ও ডিজেলের ঘাটতির খবর অস্বীকার


যদিও মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক কৃর্তৃপক্ষ পেট্রোল ও ডিজেলের ঘাটতির খবর অস্বীকার করে বলেছে যে, দেশে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।মুখপাত্র ইমরান গাজনভি বলেছেন, 'আগামী ১৮ দিন অবধি দেশের জ্বালানির ঘার্তি পূরণ করার মতো পেট্রোল রয়েছে। এবং আগামী ৩৭ দিনের ঘার্তি পূরণ করার মতো ডিজেল রয়েছে।


কী বলছে প্রেস বিজ্ঞপ্তি ?


প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ১০১,০০০ মেট্রিক টন পেট্রোল বহনকারী জাহাজ  নোঙর অবস্থানে রয়েছে। স্থানীয় শোধনাগারগুলি পেট্রোলিয়াম পণ্যের চাহিদা মেটাতে তাঁদের উপযুক্ত ভূমিকা পালন করছে।' পাশাপাশি জ্বালানি মন্ত্রকের পেট্রোলিয়াম বিভাগ চলতি মাসের শুরুতে  তেল বিপণন সংস্থাগুলি এবং শোধনাগারগুলি জ্বালানি আমদানির জন্য অর্থ মন্ত্রক এবং স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের জরুরী হস্তক্ষেপ চেয়েছিল।


বাইশ সালে বিপর্যয় দেখেছিল শ্রীলঙ্কাও


প্রসঙ্গত, একই পরিস্থিতি না হলেও, বাইশ সালে একটা বিপর্যয় দেখেছিল শ্রীলঙ্কাও। সময় বসন্ত পেরিয়ে গ্রীষ্ম। পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছিল শ্রীলঙ্কায়। আশঙ্কা করা হচ্ছিল, সেসময় শ্রীলঙ্কায় জ্বালানির সঙ্কট চরম পর্যায়ে পৌঁছতে পারে।  পরিস্থিতি সামাল দিতে না পারলে অনাস্থা আনার হুঁশিয়ারি দেয় সেসময় সেদেশের বিরোধী দলগুলি।


জ্বালানির জন্য কার্যত হাহাকার, কয়েক কিলোমিটার লম্বা লাইন পেট্রোল পাম্পে


এদিকে, শ্রীলঙ্কায় সংকট নিয়ে রাজনৈতিক তরজা বাধে ভারতে। বিক্ষোভে বিধ্বস্ত শ্রীলঙ্কায় জ্বালানির জন্য কার্যত হাহাকার চলে সময়। ততদিনে এপ্রিল, মে, জুন পেরিয়ে জুলাই মাস। খবর আসে, জ্বালানি সহ জাহাজ ঢুকেছে ভোর রাতে সে দেশের রাজধানীতে। গাড়িতে পেট্রোল ভরতে গেলে, অপেক্ষা করতে হচ্ছে কয়েক কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে। তেমন হাহাকার না হলেও, ততটা ভয়াবহ দৃশ্য না হলেও, তেমন স্মৃতি নাড়া দিল লাহোরের পেট্রোল পাম্পের লম্বা লাইন।


আরও পড়ুন, 'আমি তো স্বীকার করছি', এবিপি-র কাছে মুখ খুললেন তাপস মন্ডল 


ভারতকে পাশে পেয়েছিল শ্রীলঙ্কা


তবে সেসময় ভারতকে পাশে পেয়েছিল শ্রীলঙ্কা। অর্থনৈতিক সঙ্কটে ভোগা পড়শির পাশে দাঁড়াতে জ্বালানি তেল পাঠায় ভারত সরকার। ১২টি জাহাজের (Shipments) মাধ্যমে মোট ৪ লক্ষ মেট্রিক টন (400,000 Metric Tones) জ্বালানি তেল পাঠিয়েছিল সেবার ভারত। শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইট করে এই পদক্ষেপের কথা জানানো হয়েছিল।