প্যারিস: ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ইমানুয়েল মাকরঁ।


গত সপ্তাহেই বিপুল ব্যবধানে ডানপন্থী নেতা মারিঁ ল্য পেঁ-কে হারিয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন মধ্যপন্থী মাকরঁ। এদিন এলিজে প্যালেসে বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে একান্তে বৈঠক করেন ৩৮ বছরের মাকরঁ।


প্রসঙ্গত, মাকরঁ-র রাজনৈতিক কেরিয়ারের শুরু হয়েছিল এই ওলাঁদের হাত ধরেই। মাকরঁকে প্রথমে উপদেষ্টা এবং পরে অর্থমন্ত্রী করেছিলেন ওলাঁদ।


এদিন নতুন মালিককে এলিজে প্যালেসের দায়িত্ব ছেড়ে দিলেন ওলাঁদ। এরপর, সাংবিধানিক পরিষদের সভাপতি লরাঁ ফ্যাবিয়াস মাকরঁকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।


প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বক্তৃতায় মাকরঁ জানান, দেশের মানুষ তাঁকে নয়, পরিবর্তনের আশাকে নির্বাচিত করেছে। তিনি জানিয়ে দেন, প্রথম অন্যতম প্রধান দায়িত্ব হবে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর ভেঙে যাওয়া ইউরোপীয় ইউনিয়নকে পুনরূজ্জীবিত করা।


এই প্রেক্ষিতে নতুন ফরাসি প্রেসিডেন্ট জানিয়ে দেন, তিনি আগামী সোমবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে দেখা করবেন। এদিন মাকরঁর দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ৬৪-বছরের স্ত্রী ব্রিজিট।


বক্তৃতার শেষ হওয়ার পর, নতুন প্রেসিডেন্টকে ২১ গান-স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়।