লন্ডন: এ লেভেল পরীক্ষায় ভাল ফল করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন মালালা ইউসুফজাই। ট্যুইট করে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করবেন।





পাকিস্তানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, মায়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। এবার সেখানেই পড়বেন মালালা।






পাঁচ বছর আগে পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুল থেকে ফেরার সময় মালালার মাথায় গুলি করে জঙ্গিরা। ব্রিটেনে উড়িয়ে এনে অস্ত্রোপচার করে তাঁর জীবন বাঁচানো হয়। এরপর থেকে বার্মিংহামেই থাকেন তিনি। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ নোবেল বিজেতা হন তিনি। এ বছরের এপ্রিলে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে রাষ্ট্রপুঞ্জের শান্তির দূত হন তিনি। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন। তাঁর বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইও এই খবর পাওয়ার পর ট্যুইট করে ঈশ্বর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন।