ওয়াশিংটন: সৈয়দ সালাহউদ্দিনকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার দু মাসের মাথায় তার হিজবুল মুজাহিদিন গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করল আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য প্রয়োজনীয় রসদ, সম্পদ যাতে হিজবুল না পায়, সেটাই ওদের এই তালিকায় ফেলার উদ্দেশ্য।
কাশ্মীরে সাম্প্রতিক কালে সন্ত্রাসবাদী গোষ্ঠীটির কার্যকলাপ হঠাত্ মাথাচাড়া দিয়েছে। সেই প্রেক্ষাপটে তাদের ওপর এবার একগুচ্ছ মার্কিন নিষেধাজ্ঞা বসতে চলেছে।
এতে আমেরিকার এক্তিয়ারে পড়ে, হিজবুলের এমন যাবতীয় সম্পত্তি, ব্যবসায়িক স্বার্থ পূরণের রাস্তা বন্ধ হয়ে যাবে, মার্কিন নাগরিকরাও ওদের সঙ্গে কোনও ধরনের লেনদেন, আদানপ্রদান করতে পারবেন না।
পর্যবেক্ষকদের অভিমত, মার্কিন প্রশাসনের এদিনের কঠোর সিদ্ধান্ত জোর ধাক্কা দেবে পাকিস্তানকে, কেননা তারা হিজবুলকে কাশ্মীরের মানুষের মুখপত্র, প্রতিনিধি বলে সার্টিফিকেট দেয়। গত বছর নিরাপত্তাবাহিনীর সঙ্গে নিহত হয়েছিল হিজবুলের যে কমান্ডার বুরহান ওয়ানি, তার প্রশংসায় বারবার মুখ খুলেছেন প্রভাবশালী পাক সেনাবাহিনীর ক্ষমতাশালী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং সম্প্রতি ক্ষমতা হারানো পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও।
যদিও ১৯৮৯ সালে গঠিত হিজবুল জম্মু ও কাশ্মীরে একাধিক নাশকতার দায় স্বীকার করেছে।
মার্কিন বিদেশমন্ত্রক বলেছে, সন্ত্রাসবাদী গোষ্ঠী তালিকাভুক্ত হলে সংশ্লিষ্ট সংগঠন বা ব্যক্তিকে জনজীবনে উন্মোচিত ও বিচ্ছিন্ন করা যায়, মার্কিন আর্থিক সিস্টেম থেকে কোনও সুযোগসুবিধা নিতে পারে না তারা। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয় আমেরিকার আইন রূপায়নকারী সংস্থাগুলির পক্ষেও।
বুরহানের দল হিজবুল মুজাহিদিনকে 'বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী' তকমা দিল মার্কিন প্রশাসন
Web Desk, ABP Ananda
Updated at:
16 Aug 2017 09:09 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -