কুয়ালালামপুর: জাকির নায়েককে ভারতে না পাঠানোর সিদ্ধান্তের পক্ষে সওয়াল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদের। বললেন, উনি দাবি করছেন, ভারতে নিয়ে যাওয়া হলে ন্যয়বিচার পাবেন না।
ওই বিতর্কিত ইসলাম ধর্মপ্রচারককে হাতে পেতে চাইছে ভারত। টেলিভিশন শোয়ের মাধ্যমে ধর্মপ্রচার করা ৫৩ বছরের জাকির নাকি ২০১৬-য় ভারত ছেড়ে মুসলিম সংখ্যাগুরু দেশ মালয়েশিয়া চলে যান, সেখানে পাকাপাকি বসবাসের অনুমতিও পান। মহাথিরকে উদ্ধৃত করে ‘দি স্টার’ সংবাদপত্র বলেছে, জাকিরের সাধারণ ধারণা হল, ভারত তাঁর সঙ্গে ন্যয়বিচার করবে না। তাই তাঁকে ভারতের হাতে তুলে না দেওয়ার অধিকার মালয়েশিয়ারও আছে।
জাকিরের প্রসঙ্গে বলতে গিয়ে সিরুল আজহার উমর নামে এক প্রাক্তন পুলিশ কম্যান্ডোকে মালয়েশিয়ায় ফেরত পাঠাতে অস্ট্রেলিয়ার অস্বীকারের উল্লেখ করেন মহাথির। এক মঙ্গোলিয় মডেলকে হত্যার দায়ে ২০১৫-য় মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড হয় সিরুলের। মহাথির বলেন, সিরুলের প্রত্যর্পণ চেয়ে আমরা অস্ট্রেলিয়াকে আবেদন করেছিলাম। কিন্তু ওরা ভয় পাচ্ছে, সিরুলকে হাতে পেলে ফাঁসি দেব আমরা।
বেআইনি কার্যকলাপ রোধ আইনে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) দায়ের করা এফআইআরের ভিত্তিতে ২০১৬-য় জাকিরকে অভিযুক্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত মাসেই তারা জানায়, বেশ কিছু বছর ধরে ‘মুসলিম যুবকদের সন্ত্রাসবাদে লিপ্ত হতে উসকানি, ঘৃণা-বিদ্বেষমূলক ভাষণ’ দেওয়ার জন্য ‘অজ্ঞাতপরিচয় শুভানুধ্যায়ীদের’ কাছ থেকে নিজের ও তার ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পেয়েছেন জাকির।
কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি আরও জানায়, জাকির নিয়ন্ত্রিত ও পরিচালিত মুম্বইয়ের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে সেবামূলক ট্রাস্ট দেশের ভিতরের ও সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, বাহারিন, কুয়েত, ওমান ও মালয়েশিয়া সহ নানা দেশ থেকে শুভানুধ্যায়ীদের পাঠানো ডোনেশন ও জাকাতের মাধ্যমে অর্থ পেয়েছে বলে অভিযোগ।
‘দাবি করছেন, ন্যয়বিচার পাবেন না’, জাকিরকে ভারতে না পাঠানোর অধিকার আছে, বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2019 01:51 PM (IST)
বেআইনি কার্যকলাপ রোধ আইনে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) দায়ের করা এফআইআরের ভিত্তিতে ২০১৬-য় জাকিরকে অভিযুক্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -