ক্যালিফোর্নিয়া: আমেরিকায় অস্ত্রোপচার করে এক ব্যক্তির পেট থেকে ৬৩ কেজি ওজনের টিউমার সরালেন চিকিত্সক। সেই টিউমার থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা নেই।

ভুঁড়ি তো অনেকেরই হয়। কিন্তু এ এমন এক ভুঁড়ি যা বাড়তে বাড়তে পেট ছাড়িয়ে শূন্যে ঝুলে থাকত। এমন অদ্ভূত ভুঁড়ি সারাতে একের পর এক চিকিত্সকের শরণাপন্ন হয়েছেন ৫৭ বছরের রজার লোগান। কিন্তু তাঁরা সবাই নিদান দেন, মেদবৃদ্ধির জন্যই এই অবস্থা। তাঁর বাঁচার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ বলেও জানান তাঁরা।অস্ত্রোপচার না করার পরামর্শও ওই চিকিত্সকরা দিয়েছিলেন। এদিকে, ভুঁড়ির চাপে চলাফেরাও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এরপরও হাল ছাড়েননি লোগানের স্ত্রী কিট্টি। অনেক খুঁজেপেতে কিট্টি সন্ধান পান ক্যালিফোর্নিয়ার চিকিত্সক বিপুল দেবের। ড. বিপুল দেব এর আগে এধরনের অস্ত্রোপচার করেছেন বলে জানতে পারেন কিট্টি। তাঁকে দেখাতে ৪০ ঘন্টার পথ পেরিয়ে মধ্য ক্যালিফোর্নিয়ায় স্বামীকে নিয়ে আসেন কিট্টি।

ড. বিপুল দেব বুঝতে পারলেন, এটা মেদবৃদ্ধির কারণে নয়। এজন্য তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন। গত ৩১ জানুয়ারি বেকার্সফিল্ড মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারে লোগানের পেট থেকে বেরোল ৬৩ কেজি ওজনের টিউমার।

ড. বিপুল দেব বলেছেন, পেটের ভেতরে তৈরি হওয়া চুলের সংক্রমণ থেকেই ওই টিউমারটির বাড়বাড়ন্ত ঘটে থাকতে পারে।

অস্ত্রোপচারের পর এখন দিব্যি রয়েছেন লোগান। এখন দুই পা একসঙ্গে জুড়তে অসুবিধা হয় না।