দোহা: বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের বাণিজ্যিক উড়ান চালু করল কাতার এয়ারওয়েজ।
খবরে প্রকাশ, কাতারের রাজধানী দোহা থেকে রওনা হয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে পৌঁছবে এই বিমান। সংস্থার তরফে জানানো হয়েছে, ৫টি দেশ, ১০টি টাইম জোন পার করে ১৪,৫৩৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে বিমানের সময় লাগবে ১৬ ঘণ্টা ২০ মিনিট।
তবে, এই সময়কেও ছাপিয়ে যাবে যখন ওই বিমানটি ফেরত আসবে। জানা গিয়েছে, ফিরতি উড়ানে বিমানটি দোহায় আসতে সময় নেবে ১৭ ঘণ্টা ৩০ মিনিট। এই উড়ানের জন্য বোয়িং ৭৭৭ বিমান ব্যবহার করছে কাতার এয়ারওয়েজ।
প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে এমিরেটস এয়ারলাইন্স দুবাই থেকে অকল্যান্ড—প্রায় ১৪,২০০ কিলোমিটার নন-স্টপ বা বিরতিহীন উড়ান পরিষেবা চালু করেছিল। এতদিন সেটিই ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের বাণিজ্যিক উড়ান। এবার সেই তকমা গেল কাতার এয়ারওয়েজের কাছে।