বেলগ্রেড: কাফেতে হামলা। সার্বিয়ায়। উত্তর সার্বিয়ায় কাফেতে ঢুকে গুলি চালিয়ে স্ত্রী সহ পাঁচজনকে হত্যা করেছে এক ব্যক্তি। গুলিবৃষ্টিতে জখম হয়েছে ২০ জন। পুলিশ সূত্রে খবর।
সার্বিয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, লোকটি কাফেতে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালায়। নিজের স্ত্রী, আরও এক মহিলাকে খুন করে সে। তারপর সে কাফের ভিতরে অন্যান্য লোকজনের দিকেও গুলি চালাতে থাকে। বেলগ্রেড থেকে প্রায় ৮০ কিমি দূরে জিতিতিসে শহরে এই হামলা হয়েছে। বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। লোকটির নাম সংক্ষেপে ‘জেড এস’ বলে জানানো হয়েছে।
ঘটনাস্থল ঘুরে দেখেছেন দেশের অভ্যন্তরীণমন্ত্রী নেবোজসা স্টেফানোভিক। তাঁকে উদ্ধৃত করে এন ওয়ান টেলিভিশনে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রটি বেআইনি। সম্ভবত ঈর্ষা, বিদ্বেষ হত্যাকাণ্ডের পিছনে রয়েছে।
সার্বিয়ায় কাফেতে ঢুকে গুলি, স্ত্রী সহ ৫ জনকে খুন
web desk, ABP Ananda
Updated at:
02 Jul 2016 08:14 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -