গুরুতর অসুস্থ নওয়াজ শরিফ, হাসপাতালে বাবাকে দেখতে এসে অসুস্থ হয়ে পড়লেন মারিয়াম
Web Desk, ABP Ananda | 24 Oct 2019 04:12 PM (IST)
কম প্লেটলেট কাউন্টের সমস্যায় ভুগছেন শরিফ। সূত্রের খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ক্রমেই অবনতি হচ্ছে তাঁর স্বাস্থ্যের। বুধবার তাঁর প্লেটলেট কাউন্ট দাঁড়িয়েছে ৭ হাজার।
লাহৌর: বাবাকে দেখতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়লেন নওয়াজ শরিফ কন্যা মারিয়াম। কোট লাখপত জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তারপর তাঁকে লাহৌরের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কম প্লেটলেটের সমস্যায় ভুগছেন শরিফ। সূত্রের খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ক্রমেই অবনতি হচ্ছে তাঁর শারীরিক অবস্থার। বুধবার তাঁর প্লেটলেট কাউন্ট দাঁড়িয়েছে ৭ হাজার। বাবার শারীরিক অবস্থার কথা জেনে হাসপাতালে ১ ঘন্টার জন্য দেখা করতে চেয়েছিলেন মারিয়াম। কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কোর্টে তাঁর আবেদন গ্রাহ্য হয়নি। পরে প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশেই তাঁকে অনুমতি দেওয়া হয়। এর আগে আর্থিক তছরুপের অভিযোগে মারিয়ামকেও ১৪ দিনের জুডিশিয়াল রিম্যান্ডে পাঠায় অ্যাকাউন্টেবিলিটি কোর্ট। পাক প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, পঞ্জাব প্রদেশের সরকার যেন শরিফের সুচিকিৎসা সুনিশ্চিত করেন। গত ডিসেম্বরে পানামা পেপারস কেসে দোষী সাব্যস্ত হয়ে ৭ বছরের কারাদণ্ড পান শরিফ।