ওয়াশিংটন: গত সপ্তাহে চিন মৌলানা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণার প্রয়াস ফের ভেস্তে দেওয়ার পর জয়েশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতাকে 'বাজে লোক' তকমা দিল আমেরিকা। পাকিস্তানে আশ্রয়প্রাপ্ত পঠানকোট সন্ত্রাসের মাথা মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা উচিত বলে অভিমত জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র হিথার নওরেট।
মাসুদের তৈরি জয়েশ ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ সংগঠনের তালিকায় উঠেছে। এবার খোদ মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের সমর্থনপুষ্ট প্রস্তাবটি আটকে দিয়ে চিন সওয়াল করে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষেদের আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির সদস্যদের মধ্যে এ ব্যাপারে ঐকমত্য হয়নি। এ ব্যাপারেই মার্কিন মুখপাত্রটি সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা অবশ্যই ওকে বাজে লোক বলে মনে করি। ওকে আমরা নিষেধাজ্ঞা তালিকায় ফেলতে চাই। ওকে বা ওর গোষ্ঠীকে তালিকায় ঢোকানোর ব্যাপারে কমিটিতে কিছু কথাবার্তা চলছে। তবে সেই তালিকাটি রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুসারে গোপন রাখতে হয়। তাই দুর্ভাগ্যবশতঃ সেই আলোচনা সম্পর্কে কিছু বলতে পারছি না। আমি বলব, আপনারা চিন সরকারের কাছে ব্যাখ্যা চান, কেন ওরা ওভাবে ভোট দিল। আমরা মার্কিন আইনে ওর সংগঠনকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে মনে করি।
চিন নিরাপত্তা পরিষদের ভেটো দেওয়ার ক্ষমতার অধিকারী স্থায়ী সদস্য। বারবার তারা পরিষদের আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটিতে মাসুদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর উদ্যোগে বাধা দিচ্ছে।
ফেব্রুয়ারিতে একবার বাধা দেওয়ার পর গত আগস্টে মাসুদকে রাষ্ট্রপুঞ্জে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাবে টেকনিক্যাল আপত্তির মেয়াদ তিন মাস বাড়িয়ে দিয়েছিল চিন।
নিষেধাজ্ঞা তালিকায় নাম উঠলে মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে, ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধও চাপবে তার ওপর। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে বাকি সবাই মাসুদকে নিষিদ্ধ করার পক্ষে থাকলেও একমাত্র চিনই লাগাতার তাতে বাধা দিচ্ছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
'বাজে লোক 'তকমা, চিন বাধা দিলেও আমেরিকা বলল, বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করা উচিত মাসুদকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Nov 2017 03:21 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -