প্রাগ, চেক প্রজাতন্ত্র: এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষাঙ্গন। পূর্ব ইউরোপের চেক প্রজাতন্ত্রের (Czech Republic) প্রাগ বিশ্ববিদ্যালয়ে (Prague University Shooting) বন্দুকবাজের হানায় ঝরল একাধিক প্রাণ। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রের খবর, অন্তত ১০-১৫ জনের মৃত্যু হয়েছে গুলিচালনার ঘটনা।


বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে ঘটা এই ঘটনায় একাধিক ব্যক্তি জখম হয়েছেন। চেক প্রজাতন্ত্রের পুলিশের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে হামলাকারীর। এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে একজনই ছিল হামলাকারী। বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে চেক প্রজাতন্ত্রের পুলিশ।   


সংবাদ সংস্থা AP-সূত্রের খবর, প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয় (Charles University)-এর ফিলোজফি বিভাগের ভবনে গুলিচালনার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, হামলাকারী নিজেও ওই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া। হামলাকারীর পরিচয় রাত পর্যন্ত সামনে আসেনি। কী কারণে এমন গণহত্যা চালানো হল সেই বিষয়েও কোনও তথ্য এখনও সামনে আসেনি। তবে AP সূত্রের খবর, চেক প্রজাতন্ত্রে প্রশাসন এখনও এই ঘটনায় কোনও সন্ত্রাসবাদী সংগঠন জড়িত আছে বলে মনে করছে না। পুলিশ সূত্রের খবর, প্রাগের কাছেই Hostoun-এ বাড়ি হামলাকারীর। বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর আগে বাড়িতে বাবাকেও খুন করেছে হামলাকারী। AFP সূত্রের খবর, স্থানীয় পুলিশ প্রধান Martin Vondrasek জানিয়েছেন, হামলাকারী খোঁজ আগেই শুরু হয়েছিল। কারণ,  Hostoun-এ বাড়িতে তাঁর বাবাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল 


 










AFP সূত্রের খবর, গুলিচালনা যেখানে ঘটেছে, তার কাছেই চেক প্রজাতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটনস্থল। তাই দ্রুত সশস্ত্র পুলিশবাহিনী এসে পৌঁছয়। দ্রুত খালি করা হয় এলাকা। লাগোয়া এলাকায় লোকজনকে ঘরের ভিতরেই থাকার জন্য মাইকিংও শুরু হয়। পুলিশের তরফে জানানো হয়েছে গোটা ঘটনায় কোনও পুলিশকর্মী জখম হননি। 


চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট Petr Pavel গোটা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।



আরও পড়ুন: পুনরায় প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ট্রাম্প, ঘোষণা আমেরিকার আদালতের