ওয়াশিংটন: পৃথিবী থেকে ৩৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত এক নতুন গ্রহের খোঁজ পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহের আয়তন আমাদের সৌরজগতের সবচেয়ে বড় সদস্য বৃহস্পতির চার গুণ বড়। গ্রহটির বয়স অন্তত ১ কোটি ৬০ লক্ষ বছর। এটিই এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে কমবয়সি গ্রহ। গ্রহটি তিনটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। ফলে দিনে তিনবার করে ‘সূর্যোদয়’ ও ‘সূর্যাস্ত’ হয় এই গ্রহে।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গ্রহটির খোঁজ পেয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড্যানিয়েল অ্যাপাই বলেছেন, সদ্য আবিষ্কৃত গ্রহটির নাম দেওয়া হয়েছে এইচডি ১৩১৩৯৯ এবি। গ্রহটির আয়তনের মতোই ওজনও বৃহস্পতির চার গুণ বেশি। এই গ্রহের তাপমাত্রা ৫৮০ ডিগ্রি সেলসিয়াস। সরাসরি যে কয়েকটি গ্রহের ছবি দেখা গিয়েছে, তার মধ্যে এই ধরনের গ্রহ আর একটিও নেই।

 

গবেষক দলের নবীন সদস্য কেভিন ওয়াগনার বলেছেন, গ্রহটিতে সারা বছরই তিনটি নক্ষত্রকে একসঙ্গে দেখা যায়। এই অংশে এক বছর হল পৃথিবীর হিসেবে ৫৫০ বছর। এক দিন পৃথিবীর ১৪০ দিনের সমান। তিনটি নক্ষত্রের মধ্যে মাঝেরটি সবচেয়ে বড় এবং পাশের দুটি ছোট। সেই ছোট নক্ষত্রদুটি সবসময় বড় নক্ষত্রটির থেকে দূরে সরে যেতে থাকে। ফলে তাদের আলাদা সময়ে উদয় ও অস্ত হয়।

 

ইউরোপিয়ান সাদার্ন অবজার্ভেটরি সংস্থা কিছুদিন আগে চিলিতে একটি বিশাল টেলিস্কোপ বসিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রহ-নক্ষত্রের খোঁজ চলছে। সেই অনুসন্ধানেই এইচডি ১৩১৩৯৯ এবি-র খোঁজ মিলেছে। জার্নাল সায়েন্সে এই গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।