পাকিস্তান জঙ্গিদের নিরাপদ আস্তানা নয়, মার্কিন প্রতিরক্ষা সচিবের কাছে দাবি আব্বাসির

Continues below advertisement
ইসলামাবাদ: সে দেশে থাকা জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সক্রিয়তার অভাব নিয়ে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।এবার মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকে সাফ বললেন যে, সে দেশে ঘাঁটি গেড়ে বসে থাকা জঙ্গিদের মোকাবিলার প্রয়াস চতুর্গুণ বাড়াতে হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে গৃহবন্দী দশা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর কয়েকদিনের মধ্যেই প্রথমবার পাকিস্তান সফরে আসেন মার্কিন প্রতিরক্ষা সচিব।সন্ত্রাসবাদের বিপদ মোকাবিলার কার্যকরী পন্থাপদ্ধতি খতিয়ে দেখাই ছিল তাঁর এই সফরে লক্ষ্য। ইসলামাবাদে মার্কিন দূতাবাস জানিয়েছে, পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গিদের দমনের প্রচেষ্টা চতুর্গুণ করতে আব্বাসিকে বলেছেন ম্যাটিস। প্রতিরক্ষা সচিবের সফরের পর পেন্টাগনের প্রধান মুখপাত্র ডানা ডব্লু হোয়াইটও একই কথা জানিয়েছেন। তাঁর সফরে ম্যাটিস পাক প্রতিরক্ষামন্ত্রী খুররম দাস্তিগীর খান, সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিরেক্টর-জেনারেল লেফটেনেন্ট জেনারেল নাভিদ মুখতারের সঙ্গেও বৈঠক করেছেন। হোয়াইট জানিয়েছেন, ম্যাটিস সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগকেও স্বীকৃতি দিয়েছেন। এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান আমেরিকা ও অন্যান্যদের সঙ্গে হাত মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও জানিয়েছেন ম্যাটিস। অন্যদিকে পাক প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জোরের সঙ্গে জানিয়েছেন, পাকিস্তানে জঙ্গিদের কোনও নিরাপদ ঘাঁটি নেই এবং যে কোনও ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করতে কৃতসংকল্প সমগ্র দেশই। পাকিস্তানে জঙ্গিদের অবাধ বিচরণ ও নিরাপদ আস্তানা নিয়ে বরাবরই সরব ভারত। আমেরিকাও এ ব্যাপারে পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে।কিন্তু জঙ্গিদের নিরাপদ ঘাঁটি নিয়ে পাকিস্তান সেই বরাবরের মতো অস্বীকারের পথেই হাঁটল। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এলে পাকিস্তানই  সবচেয়ে বেশি উপকৃত হবে বলে জানিয়েছেন আব্বাসি। সীমান্ত অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমেরিকার মতোই পাকিস্তানেরও একই ধরনের স্বার্থ রয়েছে বলে ম্যাটিসের সঙ্গে সহমত পোষণ করেছেন আব্বাসি।
Continues below advertisement
Sponsored Links by Taboola