ওয়াশিংটন: পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে আইন সংশোধনের প্রস্তাব পেশ করলেন জন ম্যাককেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, পাকিস্তান যদি তালিবান ও হাক্কানির মতো জঙ্গি সংগঠনগুলিকে মদত দেওয়া বন্ধ না করে, তাহলে তাদের কাছ থেকে কূটনৈতিক, সামরিক ও আর্থিক মূল্য আদায় করা হোক। ভারতের সঙ্গে আঞ্চলিক কূটনৈতিক বোঝাপড়া বাড়ানোরও প্রস্তাব দিয়েছেন ম্যাককেন। সেনেটের সশস্ত্র বিভাগ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ম্যাককেন। তিনি এখনও পর্যন্ত কংগ্রেসে যে প্রস্তাবগুলি পেশ করেছেন, সেগুলি সবই পাশ হয়েছে। ফলে এই প্রস্তাবটিও পাশ হওয়ার সম্ভাবনা যথেষ্ট। সেটি হলে শুধু পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়াই নয়, আফগানিস্তানকে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গি হামলার কেন্দ্র হিসেবে ব্যবহার না করা যায়, সেটা নিশ্চিত করার জন্যও ব্যবস্থা নেওয়া হবে। আফগানিস্তানের সাধারণ মানুষের উপর থেকে তালিবানের প্রভাব কমানো এবং তারা যাতে নির্বাচিত সরকারকে উৎখাত করতে না পারে, তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে। ম্যাককেনের এই প্রস্তাব নিয়ে সেনেটে এখনও ভোটাভুটি হয়নি। এই আইন সংশোধন সংক্রান্ত বিলের ক্ষেত্রে যাতে বিলম্ব না হয়, তার দাবি জানিয়েছেন ম্যাককেন। তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে এই বিল অত্যন্ত জরুরি। তাই এই বিল পাশের ক্ষেত্রে কারও বাধা দেওয়া উচিত নয়। আফগানিস্তানে রাজনৈতিক স্থিতাবস্থা ফেরানোর জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের।