মার্কিন সেনা জানিয়েছে, বিমানটি ছিল সি-১৩০। টেনেসির মেমফিস থেকে সেটি ছেড়েছিল, মিসিসিপির ইটা বেনার কাছে সয়াবিন ক্ষেতে তা ভেঙে পড়ে। বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আমেরিকার মিসিসিপিতে ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ১৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2017 08:56 AM (IST)
মিসিসিপি: আমেরিকার মিসিসিপিতে ভেঙে পড়ল মার্কিন সেনা বিমান। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। জানা গিয়েছে, মৃতদের সিংহভাগই নৌসেনা। তবে সাধারণ কোনও মানুষ ছিলেন কিনা এখনও জানা যায়নি।