ওয়াশিংটন: ফেসবুকে রাজনৈতিক মতামত প্রকাশ করতে না দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে রক্ষণশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন মার্ক জুকারবার্গ।


 

রাজনৈতিক ধারাভাষ্যকার গ্লেন বেক, টক শো উপস্থাপক ডানা পেরিনো, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা জ্যাক মফ্যাট সহ বেশ কয়েকজন ব্যক্তিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন জুকারবার্গ। রক্ষণশীল ব্যক্তিত্বরা এই বৈঠকে গিয়ে নিজেদের আপত্তির কথা তুলে ধরতে চাইছেন।

 

সম্প্রতি একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, রক্ষণশীল রাজনৈতিক মতামত সংক্রান্ত লেখাগুলিকে ইচ্ছাকৃতভাবে ফেসবুকের খবরের অংশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। জুকারবার্গ বলেছেন, এই অভিযোগ খতিয়ে দেখা হবে। ফেসবুকের নীতিবিরুদ্ধ কিছু করা হলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।