হেরাট: নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মান আমির আমানুল্লাহ খান পুরস্কার দিয়ে সম্মান জানালেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শনিবার হেরাটে মোদী আফগান-ভারত মৈত্রী বাঁধের আনুষ্ঠানিক সূচনা করার পরই তাঁকে এই সম্মান অর্পন করা হয় বলে জানিয়েছেন বিদেশ দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ। মোদীর সম্মান গ্রহণের একটি ছবি সহ ট্যুইটারে তিনি লেখেন, সত্যিকারের ভ্রাতৃত্বকে সম্মান জানানো হল। প্রধানমন্ত্র্রীকে আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান আমির আমানুল্লা খান পুরস্কার দেওয়া হয়েছে।

টানা ২৫ মিনিটের ভাষণে মোদীর কথায় উঠে আসে চিস্তে জন্ম হওয়া সুফি সন্ত খাজা মঈনু্দ্দিন চিস্তির কথা, যাঁর নামাঙ্কিত আজমীরের দরগায় ঢল নামে মানুষের। তিনি বলেন, ভারতে চিস্তি সন্তদের মধ্যে প্রথম খাজা মঈনুদ্দিন চিস্তি বলেছেন, মানুষের মধ্যে সূর্যের স্নেহ-ভালোবাসা, নদীর বহমান উদারতা, ধরিত্রীর আতিথেয়তা থাকা উচিত। তাঁর মনের ভিতরে শুধুমাত্র পিতৃভূমির অসাধারণ সৌন্দর্য্যই ছিল না, তিনি আফগান মানুষজনের ভাবনাও ফোটাতে পারতেন। সেজন্যই গত ডিসেম্বরে কাবুল সফরে এসে আপনাদের হৃদয়ের স্নেহের পরশ পেয়েছিলাম।

আফগানিস্তানের জনগণকে পবিত্র রমজানের শুভেচ্ছাও জানান তিনি।