ম্যানিলা: আসিয়ান বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রধানমন্ত্রী লি খ্যচিয়াংয়ের সঙ্গে সাক্ষাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আসিয়ান গোষ্ঠীর স্বর্ণজয়ন্তি উপলক্ষ্যে বিশেষ বৈঠক বসেছে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়। রবিবার, আগত রাষ্ট্রনেতারা বিশেষ নৈশভোজে মিলিত হন। সেখানেই ট্রাম্প ও খ্যচিয়াংয়ের সঙ্গে আলাদা করে কথা বলেন মোদী। এর পাশাপাশি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গেও কথা বলেতে দেখা যায় মোদীকে।



আগামীকাল, মোদী-ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। এর পাশাপাশি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক লাভের জন্য একসঙ্গে বৈঠকে বসতে চলেছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। সেখানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা নিয়ে দীর্ঘ বাক্যালাপ হবে বলেই মনে করা হচ্ছে।


প্রসঙ্গত, এই অঞ্চলে চিনের সামরিক শক্তিবৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একইভাবে, ভারত মহাসাগরে চিনের উপস্থিতি ভারতের উদ্বেগ বাড়িয়েছে। সব মিলিয়ে চিনকে মোকাবিলা করতেই এই চার দেশ একত্রিত হয়েছে বলে সূত্রের খবর। এর জন্য একটি চতুর্পাক্ষিক জোট গড়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।