পর্তুগালের প্রধানমন্ত্রীকে অনাবাসী ভারতীয় নাগরিকত্ব দিলেন মোদী
Web Desk, ABP Ananda | 24 Jun 2017 11:49 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
লিসবন: পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা ভারতীয় বংশোদ্ভূত। শনিবার পর্তুগাল সফরে গিয়ে তাঁকে সারা বিশ্বে সেরা ভারতীয় বংশোদ্ভূত বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কোস্তার হাতে অনাবাসী ভারতীয় নাগরিক (ওসিআই) কার্ডও তুলে দিয়েছেন। শনিবারই সংক্ষিপ্ত সফরে পর্তুগালে পৌঁছন মোদী। তিনি কোস্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ২০১৫ সালে পর্তুগালের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া কোস্তার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, পর্তুগালে থাকা ৬৫,০০০ ভারতীয় বংশোদ্ভূতই দেশের আসল রাষ্ট্রদূত। ফুটবলের মাধ্যমে দু দেশের সম্পর্কের আরও উন্নতি হতে পারে বলেও জানিয়েছেন মোদী।