গতকাল লন্ডনে ‘ভারত কি বাত, সবকে সাথ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তিনি গুজরাতিতে কবিতা লেখেন। এরপর সবাই তাঁকে কবিতা শোনানোর অনুরোধ জানান। তখন তিনি বলেন, কবিতার লাইনগুলি তাঁর মনে নেই। সোশ্যাল মিডিয়ায় সেই কবিতা পোস্ট করবেন। এরপরেই ট্যুইটারে কবিতা পোস্ট করলেন তিনি।