গতকাল লন্ডনে ‘ভারত কি বাত, সবকে সাথ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তিনি গুজরাতিতে কবিতা লেখেন। এরপর সবাই তাঁকে কবিতা শোনানোর অনুরোধ জানান। তখন তিনি বলেন, কবিতার লাইনগুলি তাঁর মনে নেই। সোশ্যাল মিডিয়ায় সেই কবিতা পোস্ট করবেন। এরপরেই ট্যুইটারে কবিতা পোস্ট করলেন তিনি। গুজরাতিতে কবিতা লিখলেন প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda | 19 Apr 2018 07:07 PM (IST)
লন্ডন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কবিতাও লিখলেন। দিনভর ব্যস্ততার ফাঁকেই মাতৃভাষা গুজরাতিতে একটি কবিতা লিখেছেন তিনি। ১০ লাইনের এই কবিতার শিরোনাম ‘রমতা রাম আকেলা’। ট্যুইটারে সেই কবিতা পোস্ট করেছেন মোদী।