জি-৭ সম্মেলনের মধ্যেই দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বিয়ারিৎজ শহরে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর পর সোমবার ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক। ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক চলে ৪০ মিনিট। দুই রাষ্ট্রনায়ক করমর্দন করেন। তারপর উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হিন্দিতে মোদী বলেন, 'আমাদের কথা বলতে দিন। সঠিক সময়ে আপনাদের সব জানাব।'
এরপরই মজা করে ট্রাম্প বলেন, 'উনি (মোদী) কিন্তু খুব ভালো ইংরেজি বলতে পারেন। তবে বলতে চান না।'
মার্কিন প্রেসিডেন্টের রসিকতা বুঝে হাসতে থাকেন ভারতের প্রধানমন্ত্রী। হাসির রোল ওঠে বিরাট হলঘরে। ট্রাম্পের হাত ধরে, তাতে তালি দেন প্রধানমন্ত্রী মোদী। ট্রাম্পও হেসে সৌজন্যতা দেখান। দুই রাষ্ট্রনেতার সেই মুহূর্ত উপভোগ করেন উপস্থিত সকলেই।