ওয়াশিংটন: নরেন্দ্র মোদী তিনদিনের সফরে পা রাখার কয়েক ঘণ্টা আগে তাঁর এই যাত্রায় ‘ভারত-মার্কিন সম্পর্ক গভীর করে তোলা’র বিষয়টি প্রধান হয়ে উঠবে বলে জানাল ওয়াশিংটন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফ্লোরিডা যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ ব্যাপারে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সচিব জেনিফার ফ্রেডম্যান বলেন, প্রেসিডেন্ট ২০১৫-র জানুয়ারিতে নয়াদিল্লি ঘুরে আসার পর প্রধান ক্ষেত্রগুলিতে ভারত-আমেরিকা সম্পর্ক দৃঢ় করে তোলার বিষয়টি গুরুত্ব পাবে ভারতের প্রধানমন্ত্রীর সফরে। যে বিষয়গুলি নিয়ে প্রেসিডেন্ট আলোচনায় আগ্রহ দেখাবেন, সেগুলির মধ্যে রয়েছে জলবায়ু বদল, স্বচ্ছ জ্বালানি ক্ষেত্রে অংশীদারিত্ব, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতায় কতদূর অগ্রগতি হল, সেই বিষয়টি। আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে অগ্রাধিকারগুলি কী, তাও থাকবে।
ফ্রেডম্যান এও বলেন, যে ক্ষেত্রগুলিতে আমাদের বোঝাপড়া, সম্পর্ক গুরুত্বপূর্ণ ও জোরদার, সেখানেও প্রচুর বিষয় আছে। জলবায়ু থেকে শুরু করে সামরিক ক্ষেত্র, আর্থিক ক্ষেত্রেও আমরা যে একসঙ্গে নানা পদক্ষেপ করছি-সবই রয়েছে আলোচনার পরিধির মধ্যে।
আগামীকাল মোদী ওয়াশিংটন ডিসি-তে পৌঁছবেন। এটি তাঁর চতুর্থ মার্কিন সফর। সেখানে পা রেখেই আর্লিংটন জাতীয় সৌধে শায়িত অজানা জওয়ানদের স্মৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন মোদী। তাঁর সঙ্গে থাকবেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার। হোয়াইট হাউসে ৭ জুন তিনি দেখা করবেন ওবামার সঙ্গে। ৮জুন ভাষণ দেবেন মার্কিন কংগ্রেসের যুগ্ম, অধিবেশনে, পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে।
ভারত-মার্কিন সম্পর্ক গভীর করে তোলাই গুরুত্ব পাবে মোদীর সফরে, বলল ওয়াশিংটন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2016 12:20 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -