শিয়ামেন: মঙ্গলবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডোকলাম নিয়ে দু দেশের সেনাবাহিনীর সাম্প্রতিক বিরোধের পরিপ্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে আজই চিনে গিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই সম্মেলন। মঙ্গলবার জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মায়ানমার সফরে যাবেন মোদী।

গত ১৬ জুন ডোকলামে চিনা সেনাবাহিনীর রাস্তা তৈরির কাজ আটকে দেয় ভারতীয় সেনাবাহিনী। এরপরেই শুরু হয় দু দেশের টানাপোড়েন। ২৮ অগাস্ট বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়, নয়াদিল্লি ও বেজিং বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে। এরপরেই চিন সফরে গেলেন মোদী। তিনি চিনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাতা আল সিসির সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গিয়েছে।