হাভানা: রাজধানী হাভানা থেকে ছাড়ার অল্প পরেই ভেঙে পড়ল কিউবার একটি বিমান। সরকারি এই বিমানটিতে ১০৪ জন যাত্রী ও ৯ জন বিমানকর্মী ছিলেন। কিউবার সংবাদমাধ্যম জানাচ্ছে, দুর্ঘটনায় ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসাবশেষ থেকে ৩ জনকে জীবন্ত উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে তারা, তবে তাঁদের অবস্থাও গুরুতর।
বিমানটির বয়স প্রায় ৪০ বছর, এর দেখাশোনা করত কিউবা প্রশাসন। রাজধানী হাভানা থেকে তা যাচ্ছিল হোলগুন শহরে। হাভানার হোসে মার্তি বিমানবন্দরের কাছে জঙ্গলের পাশে একটি মাঠে ভেঙে পড়ে সেটি। তারপর তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। ঘটনাস্থলে যান প্রেসিডেন্ট মিগুয়েল দায়জ কেনল। জানান, বহু মানুষ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
২০১০-এর পর কিউবায় এটি তৃতীয় বড় বিমান দুর্ঘটনা। গত বছর সেনা বিমান ভেঙে পড়ায় ৮ সেনাকর্মীর মৃত্যু হয়। ২০১০-এ দুর্ঘটনায় প্রাণ হারান ৬৮ জন বিমানযাত্রী।
কিউবায় বিমান দুর্ঘটনা, মৃতের সংখ্যা ১০০-র বেশি
ABP Ananda, Web Desk
Updated at:
19 May 2018 08:36 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -