পাকিস্তানে ফের হাফিজ সইদের জন্য নিরাপত্তারক্ষী মোতায়েন
Web Desk, ABP Ananda | 18 May 2018 08:57 PM (IST)
লাহৌর: মুম্বইয়ে ২৬/১১ হামলার মূল চক্রী জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের জন্য ফের নিরাপত্তারক্ষী মোতায়েন করল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরকার। মাসখানেক আগে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে হাফিজের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তবে আজ এক সরকারি আধিকারিক বলেছেন, ‘হাফিজ সইদের উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা আছে। সেই কারণেই পঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে ফের হাফিজের নিরাপত্তায় পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।’ গত মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, হাফিজের নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। এরপরেই প্রভাবশালী ব্যক্তিদের নিরাপত্তায় মোতায়েন ৪,৬১০ জন পুলিশকর্মীকে অন্যত্র সরিয়ে দেয় পঞ্জাব প্রদেশের সরকার। এর বিরুদ্ধে লাহৌর হাইকোর্টের দ্বারস্থ হন হাফিজ। প্রধান বিচারপতি বলেন, যাঁদের জীবনের আশঙ্কা আছে, তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এরপর ফের হাফিজকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে পেশ করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন জামাত প্রধান। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজের মাথার দাম ১০০ কোটি মার্কিন ডলার। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র হাফিজের মাথার দাম ঘোষণা করেছে। জামাতকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবেও ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তানে বহাল তবিয়তেই আছেন হাফিজ। তাঁর নিরাপত্তায় রয়েছে জামাত-উদ-দাওয়ার একটি বিশেষ দল।