মেলবোর্ন: সত্তর বছর বয়সের পরেও একাকী মহিলারা সাধারণ ধারণার চেয়ে বেশি যৌনসক্ষম থাকেন। অস্ট্রেলিয়ার একটি সমীক্ষা এমনই বলছে। দেড় হাজার বৃদ্ধার উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। তাঁদের মধ্যে যাঁরা একা থাকেন, সেই ধরনের মহিলারাই যৌনসক্ষম বলে জানা গিয়েছে।
অস্ট্রেলিয়ার একটি জার্নালে এই সমীক্ষা প্রকাশিত হয়েছে। ৭১ বছর বয়সি যাঁদের উপর সমীক্ষা চালানো হয়েছিল, তাঁদের মধ্যে ৫২.৬ শতাংশ মহিলার স্বামী বর্তমান। এই শ্রেণির ৮৮ শতাংশ মহিলার যৌন ইচ্ছা কম। ১৫.৫ শতাংশ মহিলার যৌন সংক্রান্ত সমস্যা আছে। ১৩.৬ শতাংশ মহিলার আবার যৌন ইচ্ছাই নেই। অস্ট্রেলিয়ায় ৬৫ থেকে ৭৯ বছর বয়সি মহিলাদের প্রতি সাত জনের মধ্যে অন্তত এক জনের যৌন ইচ্ছা নেই।
এই সমীক্ষা বলছে, যৌন সক্ষমতার বিষয়ে তরুণী বা যুবতীদের চেয়ে বিশেষ পিছিয়ে নেই বৃদ্ধারা। বিশেষ করে একাকী বৃদ্ধারা যৌনসক্ষম।
সত্তরের পরেও যৌনক্ষমতা থাকে মহিলাদের, দাবি গবেষণায়
Web Desk, ABP Ananda
Updated at:
10 Nov 2016 08:16 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -