নয়াদিল্লি: মানচিত্রে ভারতের মধ্যেই পাকিস্তান! এমনটাই ঘটল মরক্কোর একটি বিশ্ববিদ্যালয়ের টাঙানো ছবিতে।
বর্তমানে মরক্কো ও তিউনিসিয়াতে ৬ দিনের সফরে গিয়েছেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি। বুধবার তিনি মরক্কোর রাজধানী রাবাতে মহম্মদ ভি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন। সেখানেই তাঁকে স্বাগত জানানোর জন্য কর্তৃপক্ষের তরফে যে হোর্ডিং টাঙানো হয়, তাতে পাকিস্তানকেও ভারতের ‘অবিচ্ছেদ্য’ অঙ্গ হিসেবে দেখানো হয়।
মানচিত্রের ভুল ভারতীয় আধিকারিকদের নজরে আসতেই তাঁরা সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আয়োজকদের জানান। আনসারি আসার আগেই সাদা টেপ ব্যবহার করে মানচিত্রের ভুল অংশটি ঢেকে দেওয়া হয়।
গতকাল আনসারি ও মরক্কোর প্রধানমন্ত্রী আবদেলিয়া বেনকিরানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা এবং প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ সংক্রান্ত দুটি মউ স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য মোট পাঁচটি মউ চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে গতকাল দুটি স্বাক্ষরিত হল।
প্রসঙ্গত, ভারতে চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসফেট মরক্কো থেকেই আমদানি করা হয়।
পাকিস্তান ভারতেরই অঙ্গ! মরক্কোর বিশ্ববিদ্যালয়ে মানচিত্র-বিভ্রাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2016 01:24 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -