লন্ডন: লন্ডনের মসজিদের বাইরে গতকাল রাতে প্রার্থনা সেরে বেরিয়ে আসা লোকজনের মধ্যে যে হামলাকারী গাড়ি চালিয়ে ঢুকে পড়েছিল, তাকে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছনো পর্যন্ত উত্তেজিত জনতার হাত থেকে আগলে রেখেছিলেন এক ইমাম। এ কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরাই।
গতকাল লন্ডনের উত্তরে সেভেন সিস্টার্স রোডের ওপর মুসলিম ওয়েলফেয়ার হাউসের বাইরে হয় ওই হামলা। হাউসে আছে একটি মসজিদ। ঘটনাস্থলের কাছেই ফিনসব্যুরি পার্কের কাছে আছে আরেকটি মসজিদ।
মুসলিম ওয়েলফেয়ার হাউসের চিফ এক্সিকিউটিভ তৌফিক কাসিমি জানান, লোকটিকে গ্রেফতার হওয়ার পর হামলার হাত থেকে উদ্ধার করতে হয়। কাসিমি বলেন, ইমাম লোকটিকে বাঁচালে ৪৮ বছর বয়সি ড্রাইভার তাঁকে বলে, আমি আমার কাজ করেছি।
গার্ডিয়ান সংবাদপত্রে মুসলিম ওয়েলফেয়ার হাউসকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইমাম মহম্মদ মাহমুদের সাহসী পদক্ষেপেই ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে সুবিধা হয়েছিল। আরও প্রাণহানি, ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছিল।
ঘটনার সময় সেখানে রমজানের প্রার্থনা করতে আসা বহু মানুষ ছিলেন।
এদিকে সন্ত্রাসদমন পুলিশ গতকালের ঘটনার তদন্তে নেমেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ভ্যানে পিষে দেওয়ার ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করছে।
লন্ডনে ভ্যান-হামলা: সেই গাড়িচালকতে মারমুখী জনতার হাত থেকে রক্ষা করেন এক ইমাম
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jun 2017 08:48 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -