ফের বিমানবন্দরে আটক মহম্মদ আলির পুত্র
Web Desk, ABP Ananda | 12 Mar 2017 03:27 PM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বিমানবন্দরে ফের আটক করা হল মহম্মদ আলি জুনিয়রকে। গত মাসেও প্রয়াত কিংবদন্তী বক্সারের পুত্র ও স্ত্রী খালিলাহ কামাচো আলিকে বিমানবন্দরে আটক করা হয়েছিল। এ বিষয়ে কংগ্রেসের সীমান্ত নিরাপত্তা বিষয়ক সাব কমিটির সদস্যদের সঙ্গে কথাও বলেছেন মহম্মদ আলি জুনিয়র। কিন্তু তারপরেও তাঁকে ২০ মিনিট আটক করে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে ফোন কথা বলে এবং ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট দেখিয়ে তবে ছাড়া পান মহম্মদ আলির পুত্র। ওয়াশিংটনের ওই বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের মুখপাত্র লিজা ফার্বস্টেইন বলেছেন, মহম্মদ আলি জুনিয়রের গয়না নিয়ে সমস্যা হচ্ছিল। বিমানবন্দরের স্ক্যানারের অ্যালার্ম বেজে উঠেছিল। সেই কারণেই তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়। মহম্মদ আলি জুনিয়র ও তাঁর মা অবশ্য অভিযোগ করেছেন, তাঁরা মুসলিম হওয়াতেই বিমানবন্দরে আটক করা হয়। তাঁরা ধর্মীয় স্বাধীনতার দাবিতে প্রচার অভিযানের কথাও ঘোষণা করেছেন।