ইসলামাবাদ: বেনজির ভুট্টো হত্যাকাণ্ড নিয়ে পারভেজ মুশারফকে পাল্টা আক্রমণ করলেন আসিফ আলি জারদারি ও বেনজিরের মেয়েরা। জারদারি বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই দোষারোপের রাজনীতি চলছে। মুশারফ যদি সাহসী হন, তাহলে তাঁর অবশ্যই আদালতে হাজির হওয়া উচিত।’





বেনজিরের ছোট মেয়ে আসিফা আলি জারদারি ট্যুইট করে বলেছেন, ‘যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদেরই দোষারোপ করছেন মুশারফ। এর জন্য তাঁর লজ্জিত হওয়া উচিত। সংবাদমাধ্যম পালিয়ে যাওয়া এই খুনিকে এত গুরুত্ব দিচ্ছে দেখে আমি বিরক্ত ও হতবাক।’






বেনজিরের বড় মেয়ে বখতাওয়ার জারদারিও একাধিক ট্যুইট করে মুশারফকে তোপ দেগেছেন। তিনি বলেছেন, ‘টক শো ছেড়ে মুশারফের পাকিস্তানের আদালতে এসে কথা বলা উচিত। তিনি ভীরুর মতো পালিয়ে বেড়াচ্ছেন। তিনি গলফ কোর্সে ব্যস্ত। তাঁর আসল আদালতে আসা উচিত। মুশারফকে গ্রেফতার করা উচিত।’





মুশারফের বিরুদ্ধে বেনজিরকে হত্যা করার অভিযোগ উঠেছে। পাকিস্তানের আদালত তাঁকে ফেরারী ঘোষণা করেছে। মুশারফ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে ফেসবুক পোস্টে দাবি করেছেন, বেনজির ও তাঁর ভাই মুর্তাজা ভুট্টোর হত্যাকাণ্ডের জন্য দায়ী জারদারি। তিনি এই হত্যাকাণ্ডের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। এই অভিযোগের পাল্টা হিসেবে মুশারফকে তোপ দেগেছেন জারদারি ও বেনজিরের মেয়েরা।






পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বহিষ্কৃত নেত্রী আয়েশা গুলালাই অবশ্য মুশারফের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, ‘জারদারির বিরুদ্ধে মুশারফ যে অভিযোগ করেছেন, তাতে কিছুটা হলেও সত্যতা থাকতে পারে। বেনজির খুন হওয়ার পাকিস্তান পিপলস পার্টির নেতাদের কোণঠাসা করে দেন বেনজির। সেই কারণেই আমি বেনজির খুন হওয়ার পরেই দল ছাড়তে বাধ্য হই। সবাই জানে দলে কী হয়েছে। মুশারফ নিপীড়িত, তাই তাঁর পাশে আমি আছি।’