ওয়াশিংটন : হোয়াইট হাউসে ফিরছেন আবার। জয়ের ট্রেন্ড দেখেই ডোনাল্ড ট্রাম্পকে জয়ের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি।
মোদির বার্তা
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, 'আগের বারের মতোই এবারও ভারত-মার্কিন সম্পর্ক মজবুত হবে। জনগণের উন্নতি ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব' সোশাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
২০২৪ এ ক্ষমতায় ফেরার পরই নরেন্দ্র মোদিকেও জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। দুজনের 'বন্ধুত্বে'র চর্চা বিশ্ব জুড়ে। একে অপরকে বন্ধু বলে উল্লেখ করেছেন বারবার। এবারও ভোটের আগেই নরেন্দ্র মোদির সঙ্গে ভাল সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি।
অতীতে মোদি - ট্রাম্পের সম্পর্ক
এর আগেও একাধিকবার দু’জনের বন্ধুত্বের ছবি দেখেছে তামাম দুনিয়া। সে ভারতের মাটিতে মোতেরায় নরেন্দ্র মোদির নামে স্টেডিয়াম উদ্বোধনই হোক , কিংবা হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠান, মোদি ও ট্রাম্পকে একসঙ্গে দেখেছে ভারত ও আমেরিকা। দুজনের হালকা মেজাজে কথোপকথনও নজর কেড়েছে । আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ২০১৭ সাল থেকে একসঙ্গে বার্তা দিয়েছেন মোদি - ট্রাম্প। সম্প্রতি দীপাবলিতে শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের তীব্র নিন্দা করেন ট্রাম্প। এই ভাবে বারবার তিনি আমেরিকাবাসী ভারতীয়দের মন কাড়ার চেষ্টা করেছেন।
ট্রাম্পের বার্তা
গত নির্বাচনে ট্রাম্প নয়, ক্ষমতায় আসেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তারপর নয়াদিল্লি-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি না হলেও, ব্যক্তিগত উষ্ণতার ছবি দেখা যায়নি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার ট্রেন্ড স্পষ্ট হওয়ার পরই একের পর এক দেশ থেকে আসছে শুভেচ্ছা। বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয় ভাষণ দেন তিনি। ট্রাম্প বলেন, 'আমেরিকাবাসীকে ধন্যবাদ। আমি আপনাদের পরিবার ও অধিকারের স্বার্থে লড়াই করব। আপনাদের ভবিষ্যতের জন্য লড়াই করব। সর্বকালীন সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিক। আজ আমরা ইতিহাস তৈরি করেছি। সেরা রাজনৈতিক প্রত্যাবর্তন দেখল পৃথিবী। অর্থনীতিতেও আমেরিকার প্রত্যাবর্তন দেখবে বিশ্ব। এই জয় দেশকে সুস্থ করে তুলতে সাহায্য করবে। এবার আমেরিকার স্বর্ণযুগ শুরু হবে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হবে আমেরিকা। আমরা খুব শীঘ্রই সীমান্ত সিল করে দেব। কোনও ভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।