সূত্রের খবর, ৪০ জন পূন্যার্থী নিয়ে সিন্ধুপালচক জেলার শুনকোশি গ্রামীণ অঞ্চলে ফিরছিল বাসটি। দুর্ঘটনার পর স্থানীয় অধিবাসীদের সাহায্যে উদ্ধারকার্য শুরু করে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
গত শনিবার নেপালের নাওয়াপারাসি জেলার পুরনো কাওয়াসতি বাজারে বাস দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছে। কাটমান্ডু থেকে সুরখেত যাচ্ছিল বাসটি।
অন্যদিকে গত ২৭ নভেম্বর বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন। নিয়ন্ত্রণ হারিয়ে ২৫০ মিটার নিচে পড়ে যায় বাসটি।