সান ফ্রান্সিসকো ও ডাবলিন: ফোনের গ্যালারিতে থাকা সারি সারি ছবির মধ্যে সবকটা অবশ্যই আপনি ফেসবুকে আপলোড করবার জন্য রাখেন না। কিন্তু আপনার সামান্য অসাবধানতায় আপনারই অ্যাকাউন্ট থেকে তা ছড়িয়ে পড়তে পারে হাজার হাজার মানুষের কাছে। ফেসবুকের নতুন ‘বাগ’ এমনই কান্ড ঘটাতে পারে বলে মেনে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর তোমের বার জানান, ফেসবুকে যখন কোনও থার্ড পার্টি অ্যাপকে ছবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তখন সে শুধু আপলোড করা ছবিই ব্যবহারের অনুমতি পায়। ফেসবুকের আশঙ্কা, এই ‘বাগ’ এর জন্য ১৩ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে গ্যালারিতে থাকা সমস্ত ছবি অজান্তেই আপলোড হয়ে যেতে পারে ফেসবুকে। অনেক সময় যে ছবিগুলি আমরা “ফেসবুক স্টোরিজ”-এ দিই বা পছন্দ করেও আপলোড করি না তাও চলে যেতে পারে ফেসবুকে। এই অসুবিধার জন্য ক্ষমা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যে অ্যাপগুলির মাধ্যমে এই ‘বাগ’ প্রভাব বিস্তার করছে বলে মনে করা হচ্ছে সেগুলিকে সরানোর কাজ চলছে। প্রায় ৬৮ লক্ষ ফেসবুক ইউজারের ব্যক্তিগত ছবি ইতিমধ্যেই প্রকাশিত করে দিয়েছে ওই ‘বাগ’। এমনটাই মনে করছেন আইরিশ ডাটা ওয়াচডগ। “আইরিশ ডাটা প্রোটেকশন কমিশন” এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ইউরোপে তথ্য সুরক্ষা সংক্রান্ত যে আইন বলবৎ রয়েছে তাই মেনেই চলবে এই তদন্ত। ২০১৬ সালে ফেসবুকের ৫ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য ফাঁসের ঘটনা সামনে আসার পর গত অক্টোবরেও একই ধরনের একটি তদন্ত শুরু হয়েছিল।
ফেসবুকে ‘বাগ’ আতঙ্ক: অজান্তেই ফাঁস হচ্ছে ছবি, শুরু তদন্ত
Web Desk, ABP Ananda
Updated at:
16 Dec 2018 09:07 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -