তেল আভিভ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ইজরায়েলের নতুন একটি চন্দ্রমল্লিকা ফুলের নামকরণ করা হল। ভারতের কোনও প্রধানমন্ত্রীর প্রথম ইজরায়েল সফরকে স্মরণীয় করে রাখার জন্যই এই উদ্যোগ। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর ট্যুইট করে এই ঘোষণা করেছে। এখন থেকে দ্রুত বেড়ে ওঠা নতুন প্রজাতির এই চন্দ্রমল্লিকার নাম ‘মোদী’।


ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তেল আভিভের বিশ্বখ্যাত ড্যাঞ্জিগার পুষ্প গবেষণা কেন্দ্র ঘুরে দেখেছেন মোদী। ফুলের চাষে যে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সে বিষয়েও দুই প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এরপরেই মোদীর নামে ফুলের নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে। প্রেস ইনফরমেশন ব্যুরোও ট্যুইট করে মোদীর নামে ফুলের কথা জানিয়েছে।


ড্যাঞ্জিগার পুষ্প গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয় ১৯৫৩ সালে। ৮০ হাজার বর্গমিটারের এই কেন্দ্রে বিভিন্ন ধরনের ফুল ও গাছের চাষ হয়। সেখানেই ইজরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যান মোদী। এরপর তিনি পেলেন এই অনন্য সম্মান।