ওয়েলিংটন: বিপদে পড়া এক মহিলাকে সাহায্যের হাত বাড়িয়ে দরদী মনের পরিচয় দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। তাঁর বাজারের বিল মেটালেন তিনি। ঘটনাটা সোস্যাল মিডিয়ায় ছড়িয়েছে। আর্ডার্ন এ নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে চাননি, শুধু বিল মেটানোর কথাটা স্বীকার করেছেন। সোস্যাল মিডিয়ায় প্রকাশ, সুপার মার্কেটে প্রধানমন্ত্রীর আগে লাইনে থাকা দুই মেয়ের মা ওই মহিলার আচমকা খেয়াল হয়, সঙ্গে পয়সার ব্যাগ নেই। তখনই এগিয়ে এসে বিলের পয়সা দেন প্রধানমন্ত্রী।
জনৈকা হেলেন বার্নেস ট্যুইট করেছেন, আমরা যেন ওকে যথেষ্ট ভালবাসি না! আর্ডার্ন একদিন সুপারমার্কেটে আমার বন্ধুর বাজারের বিল মিটিয়েছেন। বন্ধু পার্স সঙ্গে নিতে ভুলে গিয়েছিল। তার বাচ্চাদুটোও কান্না জুড়ে দিয়েছিল।





বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন ওই মহিলাকে বিপদ থেকে উদ্ধার করতে তিনি এগলেন, প্রশ্ন শুনেই আর্ডার্ন শুধু মন্তব্য করেন, কেননা উনি একজন মা! তারপরই তড়িঘড়ি বৈঠক গুটিয়ে উঠে পড়েন।
৩৮ বছর বয়সি আর্ডার্নও এক মেয়ের মা। মেয়ের নাম নেভে। আর্ডার্ন বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি কর্মরত অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন, পরে দুধের শিশুকে নিয়েই নিউ নিয়র্কে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে হাজির হয়েছেন।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের জোড়া মসজিদে স্বঘোষিত উগ্র শ্বেতাঙ্গ বন্দুকবাজের নির্বিচার গুলিবৃষ্টিতে ৫০ জনের মৃত্যুর পর শান্তিপূর্ণ দেশের সামনে বিপদ মোকাবিলায় যেভাবে তিনি পরিস্থিতি সামলান, বিশ্বজুড়ে প্রশংসা হয় তাঁর। স্বজনহারানো বিপর্যস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়ে তিনি হিজাব চড়িয়ে তাদের কাছে যান, পাশাপাশি বন্দুক কেনার আইন কঠোর করতেও দ্রুত উদ্যোগ নেন, যার প্রশংসা করে দি নিউজিল্যান্ড হেরাল্ড মন্তব্য করে, উনি একাধারে সমব্যথী, পাশাপাশি ইস্পাতের মতো কঠিনও।