নিস: নিসে জঙ্গি হামলার ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য ফরাসি পুলিশের হাতে। নাশকতার আগে দু’বার রেকি করে গিয়েছিল হামলাকারী ট্রাক চালক। আরও অস্ত্র চেয়ে এসএমএস-ও পাঠিয়েছিল নিহত মহম্মদ বুহলেল।
ফ্রান্সের বিএফএম টিভির দাবি, সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গিয়েছে, হামলার দু’দিন আগে ঘটনাস্থলে দু’বার রেকি করে গিয়েছিল হামলকারী মহম্মদ বুহলেল। প্রতিবারই তার সঙ্গে ছিল ভাড়া করা একটি ট্রাক! অর্থাত দু’দিন ধরে চলেছিল, ট্রাকে করে মানুষকে পিষে মারার ‘সলতে পাকানোর কাজ’!
এরপরই বৃহস্পতিবার রাতে ‘বাস্তিল ডে’-র অনুষ্ঠানে চূড়ান্ত আঘাত হানে বুহলেল! শিশু, মহিলা নির্বিশেষে বহু নিরীহ মানুষকে রাস্তায় পিষে মারে সে! যদিও নিজেও শেষমেষ বাঁচতে পারেনি এই ‘ফরাসি-তিউনিশিয়’ নাগরিক! হত্যালীলার পরই তাকে খতম করে ফরাসি পুলিশ ও সেনা।
শনিবার আইএসআইএস নিস হামলার দায় স্বীকার করেছে। যদিও ফরাসি প্রশাসন সরকারিভাবে এখনও কিছুই জানায়নি। হামলাকারী যুবকের জঙ্গি-যোগের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারী।
ফ্রান্সের বিএফএম টিভির দাবি, নিসে হামলা চালানোর মাত্র কয়েক মিনিট আগে একটি এসএমএস পাঠিয়েছিল বুহলেল। এসএমএসে আরও অস্ত্র পাঠানোর কথা বলেছিল সে।
প্রশ্ন উঠছে, তাহলে কি হামলার সেই রাতে বুহলেলের পিছনে আরও কেউ ছিল? আড়াল থেকে বুহলেলকে কি কেউ পরিচালনা করছিল? উত্তর পেতে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এক মহিলা-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও সন্দেহজনক কিছু না মেলায় এদিন ছেড়ে দেওয়া হয় নিহত হামলাকারীর প্রাক্তন স্ত্রীকে। রাষ্ট্রীয় শোকের মধ্যেই ফ্রান্সে সংরক্ষিত ১২ হাজার পুলিশকর্মীকে রাস্তায় নামিয়েছে ফরাসি প্রশাসন।
নিস জঙ্গি হামলা: নাশকতার আগে দু’বার রেকি, অস্ত্র চেয়ে এসএমএস বুহলেলের!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2016 04:18 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -