সান ফ্রান্সিসকো: ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বিলাসবহুল পার্টিতে বিধ্বংসী আগুন। কমপক্ষে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা। ৯ জনের দেহ পাওয়া গিয়েছে। খোঁজ মিলছে না অনেকের।
সূত্রের খবর, ওই আমোদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় রাত সাড়ে ১১ টা নাগাদ আগুন লাগে। তা বিধ্বংসী রূপ নেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ভোর হয়ে যায়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জোরদার তল্লাশি চলছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সোশ্যাল মিডিয়াতেও খোঁজ করছেন প্রিয়জনেরা। নিখোঁজদের ব্যক্তিগত বিবরণ দিয়ে তৈরি হয়েছে ফেসবুক পেজও।
ক্যালিফোর্নিয়ার আমোদ পার্টিতে বিধ্বংসী আগুন, মৃত ৯, নিখোঁজ ১৫
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2016 10:01 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -