রাষ্ট্রপুঞ্জ: পাকিস্তান যতই 'ফাঁকা হুঙ্কার' দিক, তাতে জম্মু ও কাশ্মীর ভারতের 'অবিচ্ছেদ্য অংশ', এই বাস্তবতার কোনও বদল হবে না। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে এমনই যুত্সই জবাব দিল ভারত। সেখানে পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধী কাশ্মীর ইস্যু তুলে ভারতকে আক্রমণ করেছিলেন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বিতর্কে লোধী গতকাল বলেন, কাশ্মীরের লোকজন বিপুল সংখ্যক মানুষকে অন্ধ করে দেওয়া, হত্যাকাণ্ডের মতো 'গুরুতর অপরাধে'র বলি হচ্ছেন। কিন্তু আন্তর্জাতিক মহল যদি বাছাবাছি করার দৃষ্টিভঙ্গি দেখায়, কোনও কোনও লঙ্ঘনের নিন্দা করে, আবার কোনও কোনও ক্ষেত্রে জেনেবুঝেই চুপ করে থাকে, তবে যে কোনও নিয়মনীতি দ্রুত প্রহসনে পরিণত হবে।

'মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, জাতি সম্প্রদায়কে নির্মূল করে মুছে দেওয়া, গণহত্যা রোধ, এসব থেকে রক্ষার দায়িত্ব' শীর্ষক বিতর্কে মালিহার বক্তব্যের পর জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে ভারত।
১৯৩ সদস্যের সভায় রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি সন্দীপ কুমার বায়াপ্পু বলেন, এক দশকে এই প্রথম সবার কাছে এমন গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর বিতর্ক হচ্ছে। কিন্তু সেখানেই দেখছি একটি পক্ষ ফের ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পরিস্থিতিকে অবাঞ্ছিত ভাবে টেনে আনল, এই মঞ্চের অপব্যবহার করল। পাকিস্তানের রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ তোলার এমন ভ্রান্ত চেষ্টা আগেও ব্যর্থ হয়েছে, হালে পানিই পায়নি। আমি পরিষ্কার বলতে চাই, আবারও, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য, অবিচ্ছিন্ন অংশ। পাকিস্তান যতই ফাঁকা আওয়াজ করুক, এই সত্যের বদল হবে না।