হিউস্টন: দু’সপ্তাহ কেটে গেলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের রিচার্ডসন শহর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া ভারতীয় শিশুর খোঁজ পাওয়া গেল না। এফবিআই তদন্ত করছে। চুলের মতো তন্তু, সেলফোন, ল্যাপটপ, ওয়াশার, ড্রায়ার সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এখনও শিশুটিকে খুঁজে পাওয়া গেল না।
শিরিন ম্যাথুজ (৩) নামে মেয়েটি এ মাসের ৭ তারিখ থেকে নিখোঁজ। তাকে দত্তক নিয়েছিল একটি পরিবার। সেই পরিবারের কর্তা ওয়েসলি ম্যাথুজের দাবি, দুধ না খাওয়ায় শাস্তিস্বরূপ ভোর তিনটেয় শিরিনকে বাড়ির বাইরে বার করে দেওয়া হয়। এরপর থেকেই তার সন্ধান নেই। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওয়েসলির একটি গাড়ি ৭ তারিখ ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত বাড়িতে ছিল না। গাড়িটিও পরীক্ষা করা হয়েছে। ওয়েসলি শিশুটিকে নিয়ে গাড়ি চড়ে কোথায় গিয়েছিলেন, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ওয়েসলি গ্রেফতার করা হয়েছিল। তবে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। যদিও তাঁর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে।
এখনও খোঁজ মিলল না আমেরিকায় নিখোঁজ ভারতীয় শিশুর
Web Desk, ABP Ananda
Updated at:
20 Oct 2017 05:31 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -