কলকাতা: চিনে উদ্বেগ বাড়াচ্ছে নিউমোনিয়া সংক্রমণ (Pneumonia Outbreak)। মূলত শিশুরা সংক্রমিত হওয়ায় চিন্তা বেড়েছে আরও। কোভিডের (Covid) ক্ষতির আঁচ এখনও বয়ে বেড়াচ্ছে গোটা বিশ্ব। তার উপর সেই চিনেই ফের 'রহস্যজনক' নিউমোনিয়া সংক্রমণে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।
গোটা ঘটনায় কড়া নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-এর তরফে বলা হয়েছিল, কী পরিস্থিতি চলছে, কোন ধরনের সংক্রমণ হচ্ছে তার বিস্তারিত বিবরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠাতে। WHO জানিয়েছে, সেই বিস্তারিত বিবরণ পাঠিয়েছে চিন সরকার।
কী জানিয়েছে চিন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে চিনের (China Pneumonia Outbreak) পক্ষে থেকে তাদের বলা হয়েছে যে এই সংক্রমণের পিছনে কোনও অস্বাভাবিক বা নতুন প্যাথোজেন নেই। অন্তত পরীক্ষায় তেমনটা পাওয়া যায়নি।
একটি বিবৃতিতে WHO জানিয়েছে, এই সংক্রমণ লাফিয়ে বেড়ে যাওয়ার কারণ হিসেবে কোভিড-বিধি তুলে নেওয়াকে দায়ী করেছে চিন সরকার। তার সঙ্গে সঙ্গে শীতের মরশুম এবং ইনফ্লুয়েঞ্জা, RSV ভাইরাস এবং SARS-CoV-2 -এর মতো চেনা প্য়াথোজেনের কারণে ফ্লু-এর মতো সংক্রমণ বেড়েছে বলে দাবি করেছে চিন। WHO জানিয়েছে, বেজিং এবং Liaoning-এ যে সংক্রমণের ঘটনা ঘটছে, তাতে অস্বাভাবিক কিছু দেখা যায়নি বলে রিপোর্টে জানানো হয়েছে। চেনা প্যাথোজেনের কারণে হঠাৎ শ্বাসকষ্টজনিত রোগ বেড়েছে বলে জানানো হয়েছে। চিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে একটি টেলিকনফারেন্সের পরে WHO-এর তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। চিনের নাগরিকদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে WHO, পরতে বলা হয়েছে মাস্কও। পাশাপাশি এই সংক্রমণ নিয়ে আরও তথ্য দিতে বলা হয়েছে চিনকে।
চিনের প্রবল নিউমোনিয়া সংক্রমণের কারণে হাসপাতালে ভিড় বাড়ছে বলে তথ্য জানা গিয়েছিল। যদিও তাতে উদ্বেগ-আশঙ্কা উড়িয়ে দিয়েছে চিন। WHO-কে চিন জানিয়েছেন, সংক্রমণ বাড়লেও তার জন্য হাসপাতালের ক্ষমতার বাইরে রোগী আসছে এমনটা নয়।
গত বেশ কিছুদিন ধরে চিনের বেজিংয়ে শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত (Respiratory Problem) সংক্রমণ ছড়াচ্ছে। তার জন্য হাসপাতালেও ভর্তি করতে হচ্ছে শিশুদের। নিউমোনিয়া সংক্রমণের এমন ছবি দেখে কোভিডের সময়ের কথা ভেবে ছড়িয়েছে উদ্বেগ। যদিও সংক্রমণের কারণে মৃত্যুর ঘটনা সেরকম নেই। প্রাণঘাতী হচ্ছে না হলেই দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। বেজিংয়ে অধিকাংশ ক্ষেত্রেই সংক্রমিত শিশুদের শ্বাসকষ্ট, হাই ফিভারের মতো উপসর্গ দেখা যাচ্ছে বলে সূত্রের খবর।