স্টকহল্ম:  আপাত সহজ-সরল গল্প। কিন্তু পরতে পরতে রয়েছে মোচড়। তাঁর লেখাকে এ ভাবেই ব্যাখ্যা করেন সমালোচকরা। সেই ফরাসি সাহিত্যিক অ্যানি আরনোঁ (Annie Ernaux) নোবেল সাহিত্য পুরস্কার পাচ্ছেন (Nobel Prize For Literature 2022)। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করা হল। ব্যক্তিগত স্মৃতি হাতড়ে যে সাহসিকতা এবং তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিজের লেখায় শিকড়ের সংযোগ, বিচ্ছিন্নতা এবং সংযম উন্মোচন করেন তিনি, তার জন্যই এই সম্মান বলে জানানো হয়েছে (Nobel Prize 2022)।


৮২ বছর বয়সে সাহিত্যে নোবেল পাচ্ছেন অ্যানি আরনোঁ


৮২ বছর বয়সে নোবেল পুরস্কার পাচ্ছেন অ্যানি। মেডেলের পাশাপাশি অর্থও পাবেন তিনি, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭.৫ কোটি টাকা। গত বছর সাহিত্যে নোবেল পান তানজানিয়ায় জন্মগ্রহণকারী আবদুলরজক গুরনাহ্‌। তিনি মূলত শরণার্থী সঙ্কট, নির্বাসন, ঔপনিবেশিকতা এবং বর্ণ-বিদ্বেশ নিয়ে লেখালেখি করেন।



এর আগেও, একাধিক বার নোবেল সাহিত্য পুরস্কারের জন্য অ্যানির নাম সুপারিশ করা হয়। শেষ মেশ এ বছর বিজয়ী ঘোষিত হলেন তিনি। অ্যানিকে নিয়ে এখনও পর্যন্ত ১৭ জন মহিলা সাহিত্য়ে নোবেল পুরস্কার জিতলেন। ১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত ১১৯ জন নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন। 


আরও পড়ুন: Viral Video: অসুস্থতা কাটিয়ে পদযাত্রায় সনিয়া, জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল, ভাইরাল মা-ছেলের স্নেহঘন মুহূর্ত


অ্যানির নাম ঘোষণার পর সুইডিশ অ্যাকাডেমির তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘নিজের লেখায় বরাবর পৃথক দৃষ্টিকোণ তুলে ধরেছেন অ্যানি আরনোঁ। লিঙ্গ বৈষম্য, ভাষা, শ্রেণি সম্পর্কে গভীর পর্যবেক্ষণ ফুটে ওঠে তাঁর লেখায়। সাহিত্যিক হিসেবে দীর্ঘ এবং কঠিন যাত্রাপথ পেরোতে হয়েছে তাঁকে।’’ সোজা-সাপটা ভাষায় লেখালেখি করলেও, লেখার সঙ্গে কখনও অ্যানি আপস করেননি বলেও জানানো হয়েছে। 


এ দিনের ঘোষণার পর ফরাসি সংবাদমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যানি বলেন, ‘‘এই সম্মান পেয়ে অভিভূত আমি। এতে দায়িত্ব আরও বাড়ল।’’ সুদীর্ঘ সাহিত্যজীবনে ২০টিরও বেশি বই লিখেছেন অ্যানিয় বিগত কয়েক দশক ধরে ফ্রান্সের স্কুলেও পাঠ্যবই হিসেবে জায়গা পেয়েছে তাঁর সাহিত্যকর্ম। তাঁর সাহিত্যকর্মকে আধুনিক ফ্রান্সের সমাজজীবনের দর্পণ বলেও উল্লেখ করেন কেউ কেউ।


অ্যানির উপন্যাসগুলি মূলত আত্মজীবনীমূলক। যৌনতা থেকে গর্ভপাত, অসুস্থতা থেকে বাবা-মায়ের মৃত্যু, কিছুই বাদ দেননি তিনি। তাঁর লেখার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘লা প্লেস’ (আ ম্যান’স প্লেস), তাতে বাবার সঙ্গে নিজের সম্পর্ক তুলে ধরেছেন তিনি। ‘লে আনিস’ (দ্য ইয়ার্স) বইয়ে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বর্তমান সময়ে নিজের জীবনকেই তুলে ধরেছেন।


অ্যানির লেখা উপন্যাস মূলত আত্মজীবনীমূলক


আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজা ষষ্ঠ কার্লের গুস্তাফের হাত থেকে নোবেল পুরস্কার গ্রহণ করবেন অ্যানি। ১৮৯৬ সালে ওই দিনই বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের মৃত্যু হয়। নিজের দলিলে নোবেল পুরস্কারের উল্লেখ করে যান তিনি। তাতে চতুর্থতম উল্লেখ ছিল নোবেল সাহিত্য পুরস্কারের।