ওয়াশিংটন: ভার্জিনিয়ায় প্রবাসী ভারতীয়দের দেওয়া রিসেপশনে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ প্রধানমন্ত্রীর ভাষণে। পাকিস্তানকে ঈষত্ কটাক্ষ করে তিনি বলেছেন, বিশ্বের কোনও দেশই এই অভিযান নিয়ে প্রশ্ন তোলেনি। পাশাপাশি তিনি বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইক এও দেখিয়ে দিয়েছে যে, ভারত আত্মরক্ষায় প্রয়োজনে কঠোরতম ব্যবস্থা নিতেও পিছপা হয় না।
যে সন্ত্রাসবাদ দেশে 'শান্তি, স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করে দিচ্ছে', তার বিপদ সম্পর্কে গোটা দুনিয়াকে বোঝাতে ভারত সফল বলেও অভিমত জানান নরেন্দ্র মোদী। বলেন, ২০ বছর আগে সন্ত্রাসবাদের কথা হলে লোকে বলত, এটা আইনশৃঙ্খলার সমস্যা, বিপদটা বুঝতই না। কিন্তু এখন সন্ত্রাসবাদীরাই তাদের বিপদটা বুঝিয়ে দিচ্ছে, আমাদের বোঝাতে হচ্ছে না।
মোদী বলেন, ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক চালাল, গোটা পৃথিবী আমাদের শক্তি টের পেল, বুঝল, আমরা সাধারণত সংযম বজায় রাখি, তবে দরকার হলে ভারত সন্ত্রাসবাদ মোকাবিলায়, নিজেকে রক্ষায় শক্তির পরিচয়ও দিতে জানে।
গত বছর উরিতে জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা জওয়ান হত্যার ১১ দিন বাদে ২৯ সেপ্টেম্বর গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।
মোদী বলেন, এজন্য আন্তর্জাতিক মহল ভারতের নিন্দা করতে পারত, কিন্তু এই প্রথম কোনও দেশই পাক ভূখণ্ডে সন্ত্রাসের ঘাঁটি দমনে ভারতের অভিযান সম্পর্কে একটি প্রশ্নও তোলেনি। তবে সার্জিক্যাল স্ট্রাইকে যাদের ক্ষতি হয়েছে, তাদের কাছে অবশ্য ব্যাপারটা অন্যরকম।
পাশাপাশি চিন দক্ষিণ চিন সাগর নিয়ে যে আধিপত্য দেখাচ্ছে, সেদিকে ইঙ্গিত করেও তিনি বলেন, ভারত নিজের লক্ষ্য পূরণে আন্তর্জাতিক স্থিতিশীলতা বিঘ্ন করতে চায় না। এটা ভারতের রীতি, ঐতিহ্য। আমরা আন্তর্জাতিক আইন মেনে চলি। সেটাই আমাদের বৈশিষ্ঠ্য, চরিত্র। আমাদের কাছে গোটা বিশ্ব একটিই পরিবার। এটা আমাদের কাছে শুধু মুখের কথা নয়।
আন্তর্জাতিক রীতিনীতি, আইন মানার পাশাপাশি ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা, শান্তি, দেশের মানুষ, উন্নয়নের রক্ষায় কঠোরতম ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও আছে। প্রয়োজনের সময় আমরা এটা করে দেখিয়েছি, গোটা দুনিয়াও আমাদের রুখতে পারবে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সার্জিক্যাল স্ট্রাইক দেখাল, প্রয়োজনে কঠোরতম ব্যবস্থা নিতে পিছপা নয় ভারত, আমেরিকায় মোদী, কটাক্ষ পাকিস্তানকেও
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jun 2017 01:33 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -