ওয়াশিংটন: ভারতের জনগণ ঘৃণা করেন দুর্নীতিকে। অতীতে ভারতে অনেক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে দুর্নীতির কারণে। কিন্তু তাঁর সরকারের গায়ে গত তিন বছরের শাসনে একটিও দুর্নীতির কালি বা দাগ লাগেনি। এভাবেই কংগ্রেসকে খোঁচা দিলেন নরেন্দ্র মোদী।


ভার্জিনিয়ায় প্রায় ৬০০ মার্কিনবাসী ভারতীয়ের সামনে সংবর্ধনা সভায় দুর্নীতির মুলোত্পাটনে তাঁর সরকারের সাফল্য বোঝাতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর সরকার ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে লাগাতার চেষ্টা করে যাবে বলে অনাবাসী ভারতীয়দের প্রতিশ্রুতি দেন।

বলেন, বিনয়ের সঙ্গেই বলছি, তিন বছরে যতটুকু কাজ আমার সরকার করছে, কোথাও এক ছিটেও কালো দাগ লাগেনি তার গায়ে।
প্রযুক্তির ব্যবহারে স্বচ্ছতা এসেছে, ভারতে নানা ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জনে তাকে কাজে লাগানো হচ্ছে বলে জানান মোদী। বলেন, প্রযুক্তির সাহায্যে ভারতে যে বিরাট অগ্রগতি ঘটছে, তার একাধিক উদাহরণ দিতে পারি। প্রযুক্তি-নির্ভর শাসন ও উন্নয়নের পিছনে বাড়তি জোর দেওয়া হচ্ছে।

লাগাতার উন্নয়নের জন্য পরিকাঠামোর প্রয়োজন, বোঝাতে গিয়ে তিনি বলেন, আমাদের নজর আন্তর্জাতিক মাপকাঠির দিকে। দেশে উন্নয়নের এই জোয়ারের পিছনে সবচেয়ে বড় কারণ মানুষের চাহিদা, আকাঙ্খা বেড়েছে। আমরা দেশবাসীর সেই চাহিদাকেই রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। অনেক মাপকাঠিতেই দেশ দ্রুত এগচ্ছে।

এখন ভারতে রেকর্ড পরিমান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে, সব ঋণদাতা এজেন্সি ও বহুমুখী প্রতিষ্ঠান ভারতকে আশাব্যাঞ্জক, ইতিবাচক রেটিং দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ভারতকে এখন সেরা বিনিয়োগের ঠিকানা মনে করে বিশ্ব, মন্তব্য করে তিনি অনাবাসী ভারতীয়দের আহ্বান জানান, তাঁরাও যাতে ভারতের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

পাশাপাশি তিনি আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের অবদানেরও প্রশংসা করেন। বলেন, আমেরিকায় অনুকূল পরিবেশ পেয়েছেন বলেই সমৃদ্ধি হয়েছে তাঁদের। তেমনই ভারতে বসবাসকারী কোটি কোটি মানুষও উন্নয়নের ইতিবাচক পরিবেশ পেয়ে দ্রুত ভারতকে বদলে দিচ্ছেন।