কাঠমান্ডু: ভারতে নোট বাতিলের জেরে ভোগান্তির শিকার হওয়া নেপালি ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন ভারতীয় আধিকারিকরা।


বৃহস্পতিবার, কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসে নেপালি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে নেপালি ব্যবসায়ীদের ভয় ও দুশ্চিন্তাকে দূর করার চেষ্টা করা হয়।


প্রসঙ্গত, বহু বছর নিষিদ্ধ করে রাখার পর গত বছরই নেপাল তাদের নাগরিকদের ২৫ হাজার টাকা পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার নোটে ভারতীয় মুদ্রা বহন করার অনুমতি দিয়েছিল।


নেপালের রাষ্ট্রীয় ব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, সেদেশের আর্থিক সিস্টেমে প্রায় সাড়ে তিন কোটি মূল্যের ভারতীয় ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহার হয়। নোটগুলি বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে রাখা রয়েছে।


কিন্তু, এখন কেন্দ্র সরকার পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার পর অথৈ জলে পড়েছে সেখানকার বাসিন্দারা। বিশেষ করে ব্যবসায়িক মহল, যাঁদের কাছে বিপুল পরিমাণ বাতিল হওয়া ভারতীয় নোট রয়েছে।


এই পরিস্থিতিতে, নেপল সরকারের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করে সেখানকার ব্যবসায়িক সংগঠন। সূত্রের খবর, বাতিল নোটের পরিবর্তে নতুন নোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।


জানা গিয়েছে, প্রথমে নেপালি নাগরিকেদের থেকে পুরনো নোট জমা নেবে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এরপর নোটগুলি বৈধ না জাল, তা পরীক্ষা করে দেখার পর সমপরিমাণ চালু নোট দেওয়া হবে।