কালো টাকা মোকাবিলায় ৫০০০ টাকার নোট বাতিল চেয়ে প্রস্তাব পাশ পাক সেনেটে
ABP Ananda, web desk | 19 Dec 2016 07:00 PM (IST)
ইসলামাবাদ: এবার পাকিস্তানেও বিমুদ্রাকরণের দাবি জোরদার হল। ৫০০০ টাকার নোট বাতিল চেয়ে পাকিস্তানের সেনেটে এক প্রস্তাব অনুমোদিত হল। কালো টাকা মোকাবিলার উদ্দেশ্যেই এই প্রস্তাব আনা হয়েছিল। পাকিস্তান মুসলিম লিগের সেনেটর সৈফ উল্লাহ খান এই প্রস্তাব পেশ করেন এবং পাক পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য তা সমর্থন করেন। প্রস্তাবে বলা হয়েছে, বাজার থেকে ৫০০০ টাকার নোট তুলে নিলে মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে উত্সাহিত হবেন এবং দেশের অর্থনীতিতে হিসাব বহির্ভূত সম্পদের পরিমাণ হ্রাস পাবে। এই নোট বাতিল প্রক্রিয়া পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। যদিও আইনমন্ত্রী জাহিদ হামিদ বলেছেন, এই নোট তুলে নিলে বাজারে সংকট দেখা দেবে এবং ৫০০০ টাকার নোট না থাকলে লোকজনের বিদেশী মুদ্রা সংগ্রহের প্রবণতা বাড়বে।