নিউইয়র্ক: বাড়িতে ঠায় ঠুকে বসে আছে ছেলে। আয় রোজগারের কোনও নাম তো নেই-ই। সংসারের কাজেও কুটোটি নাড়েন না তিনি। কাঁহাতক আর এই কর্মনাশা সন্তানের জ্বালা সহ্য করা যায়! দেশটা আমেরিকা। নিউইয়র্কের এক বয়স্ক দম্পতি তাঁদের ৩০ বছরের ছেলেকে বাড়িছাড়া করতে আদালতের দ্বারস্থ হলেন। আর এই মামলায় তাঁরাই জিতেছেন।
ক্রিশ্চিনা ও মার্ক রোতোন্দো এবং তাঁদের ৩০ বছরের ছেলে মিখায়েল রোতোন্দো আট বছর আগে নিউইয়র্কে তাঁদের পারিবারিক বাড়িতে গিয়ে উঠেছিলেন। এরপর থেকে বয়স্ক দম্পতি বারেবারেই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে কিছু কাজ করার পরামর্শ দিয়েছিলেন।
কিন্ত বাবা-মায়ের কথা কানে তোলার বান্দা নন মিখায়েল। অন্য কোথাও পাকাপাকিভাবে থাকতে ছেলেকে ভারতীয় মুদ্রায় ছেলেকে ৭৫ হাজার টাকাও দিতে চেয়েছিলেন বাবা-মা। কিন্তু পায়ের ওপর পা তুলে বসে থাকতে অভ্যস্ত ওই প্রস্তাবে থোড়াই কেয়ার করেছিলেন মিখায়েল।
এরপর বাবা-মা তাকে পাঁচ বার উচ্ছেদের নোটিশ পাঠান। কিন্তু তাতেও কোনও হেলদোল ছিল না মিখায়েলের। শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বৃদ্ধ দম্পতি।
বিনা ভাড়ায় বাড়িতে থাকার অভিযোগ এনে তাঁরা সুপ্রিম কোর্টে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁদের লিখিত নোটে ওই দম্পতি বলেছেন, মিখায়েল, তোমার মায়ের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, তোমার অবিলম্বে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। ১৪ দিনের মধ্যে তোমাকে চলে যেতে হবে। আর ফিরে আসতে দেওয়া হবে না তোমাকে। এই সিদ্ধান্ত রূপায়ণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আদালত শেষপর্যন্ত মিখায়েলকে বাড়ি ছাড়ারই নির্দেশ দিয়েছে।